ব্যক্তি সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে দলকে সংগঠিত করতে হবে

জেল হত্যা দিবসের সভায় নাছির

| শুক্রবার , ৪ নভেম্বর, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, সকল সংকীর্ণতা পরিহার করে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি তাদের ঐক্যবদ্ধ শক্তিই আমাদেরকে সামনের পথ দেখাবে। এই দৃঢ় প্রত্যয়ে বলীয়ান হয়ে তৃণমূল স্তর থেকেই দলীয় আদর্শে যারা বিশ্বাসী এবং ব্যক্তি সংকীর্ণতার ঊর্ধ্বে তাদের নিয়েই দলকে সংগঠিত করতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল জেল হত্যা দিবসের আলোচনা সভায় আ.জ.ম নাছির উপরোক্ত কথা বলেন।
সভায় সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ১৫ আগস্ট এবং ৩রা নভেম্বর জেল হত্যা দিবস এবং ২১শে আগস্ট শেখ হাসিনাকে হত্যাকারী অপচেষ্টাকারীরা একই সূত্রে বাঁধা। শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন নঈম উদ্দিন, চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, শফিক আদনান, এড. ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, হাজী মো. হোসেন, আবু তাহের, মো. শহিদুল আলম, রোটারিয়ান মো. ইলিয়াছ, মোমিনুল হক, রেজাউল করিম কায়সার, সৈয়দ মো. জাকারিয়া, মো. জানে আলম। এতে উপস্থিত ছিলেন এড. সুনীল কুমার সরকার, এম জহিরুল আলম দোভাষ, শেখ মাহমুদ ইছহাক, হাসান মাহমুদ শেমসের, চন্দন ধর, আবদুল আহাদ, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, কামরুল হাসান ভুলু, মহব্বত আলী খান, বখতিয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, হাজী বেলাল আহমেদ, মোরশেদ আকতার চৌধুরী, সুলতান আহমদ চৌধুরী, কাজী আলতাফ হোসেন, হাজী ছিদ্দিক আলম, ফিরোজ আহমেদ, সাহাব উদ্দিন আহমেদ, আনছারুল হক, মো. আবু তাহের, মো. মঈন উদ্দিন, এ এস এম ইসলাম, টিংকু বড়ুয়া, হাজী ইলিয়াছ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট দেশ বিনির্মাণে টেকসই পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে : ভিসি
পরবর্তী নিবন্ধবাংলাদেশি বংশোদ্ভূত নন্দিনীর কারকাস পুরস্কার অর্জন