অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অসাম্প্রদায়িক দেশে বৌদ্ধরাও স্বাধীন ভাবে ধর্মচর্চা করা ও সুরক্ষিত থাকার অধিকার রাখে। এ অধিকার রক্ষায় অন্তবর্তীকালীন সরকারও আন্তরিক হয়ে কাজ করছেন। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আজকের এ মতবিনিময় কালে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের দেয়া ১৭ টি প্রস্তাবনার মধ্যে বেশ কয়েকটি প্রস্তাবনাকে আমি যৌক্তিকতায় দেখছি, এসবকে আন্তরিকতায় বাস্তবায়ন করার প্রচেষ্টা চালানো হবে। গত ১ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৌদ্ধ যুব পরিষদের ঢাকা কমিটির উপদেষ্টা এ্যানি চৌধুরী, জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু প্রেসিডিয়াম সদস্য উদয়ন বড়ুয়া, মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড, সহ–সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, প্রণব বড়ুয়া, অধীর বড়ুয়া, রবি বড়ুয়া সদস্য প্রীতম
বড়ুয়া, দীপু বড়ুয়া, তাপস সিনহা, সজীব বড়ুয়া সাজু, সুচিত্রা তন্চংগা, সিপন
বড়ুয়া, পলাশ বড়ুয়া, রূপায়ন কুমার বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।