বৌদ্ধ যুব পরিষদের বুদ্ধাব্দ আয়োজন আজ

| শুক্রবার , ৭ জুন, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে শুভ বুদ্ধ পুর্ণিমা ২৫৬৮ বুদ্ধাব্দ উদযাপনের আয়োজন করা হয়েছে। আজ বিকাল ৪টায় জামালখান সিনিয়র’স ক্লাবে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া।

উদ্বোধক ডা. কনক কান্তি বড়ুয়া, প্রাক্তন ভিসি, ঢাকা পিজি হাসপাতাল। ‘পঞ্চশীলের আলোকে মানবিক জীবন গঠন’শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করবেন মি. সিদ্ধার্থ বড়ুয়া, ডা. প্রীতি বড়ুয়া, অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, মি. লিকসন চৌধুরী। বিশেষ অতিথি মি. চিন্ময় বড়ুয়া রিন্টু, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, সভাপতিত্ব করবেন রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, স্বাগত বক্তব্য রাখবেন তাপস বড়ুয়া। অনুষ্ঠান সুচীতে আরো রয়েছে দুপুর ২টায় সুত্রপাঠ প্রতিযোগিতা, সন্ধ্যা ৬.৩০ টায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সকল বৌদ্ধ জনসাধারণকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন উদযাপন কমিটির আহবায়ক সুমন বড়ুয়া বাপ্পী ও সচিব সুরমা চাকমা পুজা।

পূর্ববর্তী নিবন্ধচবি স্টুডেন্ট এসোসিয়েশন ব্যাচ ৮৩ সংবর্ধনা অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধসিরাজুল আলম খান স্মরণে সভা ৯ জুন