বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের শীতবস্ত্র খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

| রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চল ও অনিরূদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ৪র্থ শীতবস্ত্র বিতরণ, খাদ্য ও শিক্ষা সামগ্রী দান কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বান্দরবান জেলার প্রান্তিক লেক শান্তমিত্র স্রো অনাথ আশ্রম ও বিদর্শন ভাবনা কেন্দ্রে পরিচালক শান্তমিত্র ভিক্ষুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ খাদ্য ও শিক্ষা সামগ্রী দান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাবৌযুপ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, প্রাক্তন সভাপতি অপু

বড়ুয়া, বুলবুল বড়ুয়া, সুমন বড়ুয়া বাপ্পি, জনি বড়ুয়া, অলক বড়ুয়া, শিমুল কান্তি বড়ুয়া, সুমন বড়ুয়া, এস সুদত্ত বড়ুয়া, জাতক বড়ুয়া, সুরমা চাকমা, পলাশ বড়ুয়া, অভিক চৌধুরী, শংকর বড়ুয়া, রাসেল বড়ুয়া, রাজু বড়ুয়া, সুচিত্রা তঞ্চঙ্গা প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অনিরূদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া।

বাংলাদেশের সর্বপ্রাচীন বৌদ্ধ যুব সংগঠন ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ দীর্ঘ দিন সামাজিক ও মানবিক কার্যক্রমের নিয়োজিত রয়েছে তৎমধ্যে রয়েছে বৃক্ষ রোপণ, গৃহহীনদের গৃহদান, কন্যাদায়গ্রস্ত পিতাকে সহায়তা, চিকিৎসা সহায়তা, খাদ্য সামগ্রী দান, শিক্ষা সামগ্রী দান, শীতবস্ত্র বিতরণসহ বিবিধ কার্যক্রম উল্লেখযোগ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামের শান্তি,সাম্য ও সম্প্রীতির দর্শন তুলে ধরছেন আউলিয়ায়ে কেরাম
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বাইক থামিয়ে ছিনতাই, মারধর