বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভা

| শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১১:৩৮ পূর্বাহ্ণ

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভা গত ১৩ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২০২৫২০২৬ হতে অর্থবছরের বাজেট সংক্রান্ত, নেপাল লুম্বিনীতে বাংলাদেশ প্যাগোডা ও বুড্ডিস্ট কালচারাল কমপ্লেক্স নির্মাণ প্রকল্প সংক্রান্ত, ট্রাস্টের এনডাউমেন্ট তহবিল বৃদ্ধি সংক্রান্ত, বৌদ্ধ বিহার সংস্কার ও উন্নয়ন প্রকল্প, আসন্ন শুভ প্রবরণা পূর্ণিমা উদযাপনসহ ট্রাস্টের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় আলোচনায় অংশ নেন, ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, ট্রাস্টিবৃন্দ যথাক্রমে প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, মেজর (অব.) ডা. অজয় প্রকাশ চাকমা, মং হলা চিং, অধ্যাপিকা ববি বড়ুয়া, রাজীব কান্তি বড়ুয়া, সুশীল চন্দ্র বড়ুয়া, রুবেল বড়ুয়া, নেপালে বাংলাদেশ বুড্ডিস্ট মোনেস্ট্রি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প পরিচালক মো. শফিকুর রহমান। ট্রাস্ট সচিব জয়দত্ত বড়ুয়াসহ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্নেল (অব.) জিয়া উদ্দিন আহমেদ ও মহিউদ্দিন শাহ আলম নিপুর স্মরণ সভা ও দোয়া মাহফিল