বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়ার ব্যবস্থাপনায় প্রবারণা পূর্ণিমা উদ্যাপন ও চেক বিতরণ অনুষ্ঠান গতকাল নগরীর জামালখানস্থ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ২ কোটি টাকার এই বিশেষ অনুদান মহানগর ও রাউজান উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধিবৃন্দদের হাতে হস্তান্তর করা হয়েছে। এ সময় পূজনীয় ভিক্ষু সংঘ, মহানগর ও রাউজান উপজলোর বিভিন্ন বৌদ্ধ বিহার পরিচালনা ও উন্নয়ন কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকদ্বয় উপস্থিত থেকে চেক গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপির দীর্ঘায়ু কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।