বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৫:১২ পূর্বাহ্ণ

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নন্দন কানন বৌদ্ধ বিহারে রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার ১০৯টি বিহারের প্রতিটিতে ২২ হাজার টাকা করে চব্বিশ লাখ টাকার চেক বিতরণ করা হয়। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা সুশীল বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। চেক বিতরণ অনুষ্ঠানের আশীর্বাদক ছিলেন একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। এতে আরও বক্তব্য রাখেন ট্রাস্টি রুবেল বড়ুয়া, ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ট্রাস্টের কর্মকর্তা গোলাম মোস্তফা।বক্তারা বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। রাজনৈতিক কারণে গতবারের চেক হস্তান্তর বিলম্ব হয়। যা আজকে (গতকাল) তিনটি উপজেলার বৌদ্ধ বিহারে প্রদান করা হচ্ছে। অতিথিবৃন্দ বিহারের দায়কদায়িকাদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন।

পূর্ববর্তী নিবন্ধ৭৪ উপজেলাকে দুর্গম এলাকা ঘোষণা ইসির
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে সুজন ও মহিলা পরিষদের যৌথ মানববন্ধন