চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক শিশু কিশোরদের নিয়ে দ্বিতীয়বার আয়োজন করেছে ‘আনন্দলোক’ ও আলোকচিত্র প্রদর্শনী। আয়োজনের উদ্বোধক ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডঃ জিনবোধি ভিক্ষু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি গল্পকার সংগঠক লিপি বড়ুয়া ও চ্যানেল ২৪ চট্টগ্রাম সংবাদ উপস্থাপিকা সোহেলী চাকমা। আনন্দলোক প্রতিযোগিতার বিষয় ছিলো অত্যন্ত চমৎকার। প্রথমে একটি ফরম পূরণ করতে হবে এরপর খেলার মাধ্যমে আনন্দের সাথে বৌদ্ধ ধর্ম বিষয়ে নানা প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতে নেওয়া। টিম সম্যকের এই অসাধারণ উদ্যোগকে সাধুবাদ জানাই। শিশু কিশোরদের বেশ উৎসাহ লক্ষ্য করেছি, বুঝতে অসুবিধা হলোনা শিশু কিশোররা আনন্দ খুঁজে পেলে সেখানে অবশ্যই ভীড় জমাবে। এই আয়োজন ছিলো সকাল থেকে রাত অবধি সারাদিনব্যাপী। এই আয়োজনে প্রতিযোগীদের জন্য পুরস্কার হিসেবে রেখেছে কলম, পেন্সিল, বঙ ও মহামূল্যবান বই। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন টিম সম্যকের রূপেস বড়ুয়া, সজীব বড়ুয়া, রনেল চাকমা, সপ্তর্ষী চৌধুরী (রিমঝিম), সৌমিত্র বড়ুয়া, বিজয় বড়ুয়া, বিজিতা বড়ুয়া (হাসি), জয় বড়ুয়া, বাঁধন বড়ুয়া, দ্বীপ বড়ুয়া, পিয়াল তালুকদার, রুহি বড়ুয়া, রানা বড়ুয়া, অর্ক বড়ুয়া, কৌশিক বড়ুয়া, অতনু বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।