বৌদ্ধ কৃষ্টি-ঐতিহ্য পুনর্জাগরণে যুব পরিষদের ভূমিকা অনন্য

বৌদ্ধ যুব পরিষদর কার্যালয় উদ্বোধনে লায়ন রূপম কিশোর

| রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের নিজস্ব স্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ডের সভাপতিত্বে এক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া। তিনি বলেন, চট্টগ্রাম মহানগরের প্রাণকেন্দ্র ২০৫ জামালখান বাইলেইনে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের আজ নিজস্ব অফিসগৃহ উদ্বোধন একটি যুগোপযোগী পদক্ষেপ। এ পদক্ষেপে বৌদ্ধ যুব সমাজ অনেক উপকৃত হবে। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বাঙালি বৌদ্ধদের কৃষ্টি ও ঐতিহ্য পুনর্জাগরণে অনন্য ভূমিকা রাখতে সক্ষম।

এতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেনবাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর কর্মকর্তা তুষার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের জাতীয় কমিটির সাবেক মহাসচিব লোকপ্রিয় বড়ুয়া, বিকাশ কুমার চৌধুরী, প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, প্রফেসর সরোজ কুমার বড়ুয়া, জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, চট্টগ্রাম অঞ্চলের সাবেক সাংগঠনিক সম্পাদক শ্যামলমিত্র বড়ুয়া, বৌদ্ধনেতা রাখাল চন্দ্র বড়ুয়া, অশোক বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, সীবলী সংসদের সভাপতি বিকাশ বড়ুয়াএ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে যুব পরিষদের ভুয়সী প্রসংশা করেন। এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অবীর বড়ুয়া, বাবৌযু পরিষদের প্রাক্তন সভাপতি অপু বড়ুয়া, সহসভাপতি বাবু সুমন বড়ুয়া বাপ্পি, সঞ্জয় বড়ুয়া পিপলু, ঢাকা আঞ্চলিক কমিঠির সাধারণ সম্পাদক লিটু বড়ুয়া, সহ সভাপতি উত্তম বড়ুয়া, রোটারিয়ান বুলবুল বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী স্বজন বড়য়া, সাংগঠনিক সম্পাদক শিমুল বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া ও সহসা: সম্পাদক অলক বড়ুয়া। অনুষ্ঠানে বিভিন্ন বৌদ্ধ ও জাতীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাভাবিক প্রসবে দৃষ্টান্ত দেখালো সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স
পরবর্তী নিবন্ধডাক্তার হলেন প্রথম ব্যাচের ৯১৯ শিক্ষার্থী