বোয়ালখালীর হাসান শাহীনুর একাডেমির বর্ষ সমাপনী অনুষ্ঠান

| শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৮:০৭ পূর্বাহ্ণ

বোয়ালখালীর সৈয়দপুর হাসান শাহীনুর একাডেমীতে বর্ষ সমাপনী অনুষ্ঠান গত ২২ নভেম্বর একাডেমীর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আহমেদ। অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফুন নাহার, মাহমুদ বোরহান, আসমাউল হুসনা, তাসলিমা জিন্নাত, মো. আজিজুল হক, মো. তোফায়েল আহমেদ, শামসুদ্দীন আহমেদ, ইশরাত হোসাইন, পারভেজ চৌং, জয়দেব কর্মকার, উত্তম ধর, মেহেরুন্নেসা, তাজরিন আহমেদ নিপু, এন্ড্রিয়া রড্রিঙ, তামান্না খানম, এ্যানি মল্লিক, ইশরাত সুলতানা, রওশান আরা বেগম, এডমিন অফিসার মো. ইকবাল হোসেন, আইটি অফিসার মো. ঈসা, ম্যানেজিং কমিটির মেম্বার আইয়ুব খান, মুজিবুল হক প্রমুখ। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেজবান ভোজনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৪৯১৮ প্রার্থী
পরবর্তী নিবন্ধহিউম্যান এইডের ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষা