হযরত মাওলানা ইউছুপ আউলিয়া (র.) এর বার্ষিক ওরশ আজ বোয়ালখালীর চরখিজিরপুরের কালিধরের পুল সংলগ্ন মিন্নাত আলী চৌধুরী বাড়ির দরবারে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- মাজার জেয়ারত, মিলাদ মাহফিল, জিকির, ছেমা মাহফিল, কাওয়ালী গান, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।