বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদনের দায়ে দুই দিনে ৬ বেকারি ও হোটেলকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
গত রোববার সকাল ও গত বৃহস্পতিবার বিকেলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত জরিমানা করেন।