বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার মনোয়ার হোসেনের মতবিনিময়

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক ব্যারিস্টার মনোয়ার হোসেনের সাথে বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গত ১৪ জানুয়ারি উপজেলা সদরস্থ একটি রেঁস্তোরায় অনুষ্ঠিত হয়। এসময় তিনি চট্টগ্রাম৮ আসনের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন বলে জানান।

তিনি অবহেলিত বোয়ালখালীর উন্নয়নে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন এবং ছাত্র ও কর্মময় জীবনের বিভিন্ন আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, চট্টগ্রাম নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংবাদিক আবুল ফজল বাবুল, লোকমান চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের ও মো. সিরাজুল ইসলাম।

শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপির রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধফার্স্ট সিকিউরিটি ব্যাংক চট্টগ্রাম অঞ্চল দক্ষিণের কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধচসিকের ওয়েবসাইটে পাওয়া যাবে স্টল বরাদ্দের আবেদন ফরম