বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৪:১১ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ফরহাদ হোসেন রাজু (৩০) নামে এক মাইক্রোবাস চালকের ঝুলন্ত্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নিজ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রাজু উপজেলার শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মুছার বাপের বাড়ির মো. হারুনুর রশীদের ছেলে।

নিহতের ছোট ভাই মো. রাহুল বলেন, গত সোমবার দিবাগত রাতে নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে নিচে নামিয়ে ফেলে। স্থানীয়দের ধারণা, রাজু ঋণগ্রস্ত ছিলেন।

বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির মধ্যেই স্কুলে তালা ঝোলানোর হুমকি আরেক অংশের
পরবর্তী নিবন্ধমিয়ানমারে ভূমিকম্প, কাঁপল চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য জেলা