বোয়ালখালী পৌরসভার মেয়র পদে স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি সমর্থিত বর্তমান মেয়র আবুল কালাম আবু। গতকাল বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় পৌরবাসীর সমর্থন চেয়ে মেয়র আবুল কালাম আবু বলেন, আমি পৌরসভার খাদেমের দায়িত্ব নিয়ে ইতিবাচক কাজের সূচনা করতে পেরেছি। আমার জন্য দোয়া করবেন। এ সময় উপস্থিত ছিলেন, আবদুল, ছৈয়দ মোজাহেরুল হক মেম্বার, মোহাম্মদ আলী, গোলাম হোসেন নান্নু, হারুনুর রশিদ সুজন, কাজী মোহামুদুর রহমান বাচ্চু, নাছির, আলতাপ চৌধুরী প্রমুখ। উল্লেখ্য ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৯ মার্চ বাছাই, ২৪ মার্চ প্রত্যাহার এবং ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।