বোয়ালখালীতে আলহাজ্ব এম, এ হাশেম ফাউন্ডেশন আয়োজিত মুজিববর্ষ এএনএফএল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে হেলাল উদ্দিন টিপু ও এস,এম জসিম উদ্দিনের পরিচালনায় ফুলতলাস্থ ফাউন্ডেশনের মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চৌধুরী ফাউন্ডেশন ২-০ সেটে বেলাল ড্রাগসকে হারিয়ে বিজয়ী হয়। পরে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে ও সংগঠনের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি আমিনুল ইসলাম, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিশনের সভাপতি এস,এম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস,এম সেলিম,থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম, বোরহান উদ্দিন মো. এমরান, আবদুল কাদের সুজন, শাহনেওয়াজ হায়দার শাহীন,নুরুল আমিন চৌধুরী, শাহাদাত হোসেন,এড, নুর হোসেন, চেয়ারম্যান মো. মোকারম,দিদারুল আলম, অধ্যাপক আবু নঈম চৌধুরী, শেখ শহীদুল আলম, রেবেকা সুলতান মনি,সেকান্দর আলম বাবর, রফিকুল আজাদ রতন,মোরশেদুল আলম চৌধুরী, আশরাফ উদ্দিন কাজল,নুরুল আজিম, ডা. মেজবাহ উদ্দিন সবুজ, মঈন উদ্দিন বাদল, মো. পারভেছ প্রমুখ। উল্লেখ্য গত ৪ জানুয়ারী থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে ২০ টি দল অংশগ্রহণ করে।











