বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রান্তিকা সর্দার (৯) নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কানুনগোপাড়া এলাকার উত্তর সর্দারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্তিকা উত্তর সর্দারপাড়ার বাসিন্দা গণেশ সর্দারের মেয়ে। সে স্থানীয় মুক্তাকেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। চার সন্তানের মধ্যে প্রান্তিকা ছিল সবার বড়—তার তিন বোন ও এক ভাই রয়েছে।
প্রান্তিকার মা পান্না সর্দার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল প্রান্তিকা। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস (হাইস) তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাবেয়া খাতুন বলেন, সকাল সাড়ে ১১টার দিকে প্রান্তিকাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত গাড়ি ও চালককে আটক করা হবে।












