বোয়ালখালী উপজেলায় মো. সোলাইমান (২৮) নামের এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বুড়িপুকুর পাড় এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
ভাঙারি ব্যবসায়ী সোলাইমান উপজেলার পশ্চিম গোমদণ্ডী মাহাদারো বাড়ির আবুল কালামের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, উদ্ধার মরদেহের গায়ে কোনও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।