বোয়ালখালীতে বির্তক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান

| বুধবার , ৭ জুন, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বির্তক প্রতিযোগিতা। এতে উপজেলার কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় ও পূর্ণচন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। গতকাল মঙ্গলবার আয়োজিত এ বির্তক প্রতিযোগিতায় বিজয়ী হয় বিপক্ষ দল পূর্ণচন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিত দুই দলের বির্তাকিকদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। এসময় উপজেলার এ নুর ব্লসম স্কুল ও বেঙ্গুরা কেবিকেআর বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইজন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নুরুল আলম।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, দুদক (সাজেকা ২) এর সহকারী পরিচালক ইমরান খান অপু। বক্তারা বলেন, সামজিক সচেতনতা, মূল্যবোধ ও যথাযথ আইনের প্রয়োগই পারে দুর্নীতি প্রতিরোধ করতে। কমিটির সাধারণ সম্পাদক আফাজর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সঞ্চিতা পালিত, প্রধান শিক্ষক অলক কান্তি সেন, সেকান্দর আলম বাবর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোলাম রছুল
পরবর্তী নিবন্ধচুয়েট পুরকৌশল বিভাগে স্যানিটেশন বিষয়ক কর্মশালা