বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দোস্ত মোহাম্মদের (৬৫) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিহত দোস্ত মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।
শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাসান জানান, দোস্ত মোহাম্মদ পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে থাকেন। কয়েকদিন আগে বাড়িতে আসেন। বৃষ্টির কারণে ঘরের ছাউনি বেয়ে পানি পড়ায় বিকেলে ছাউনি ঠিক করতে চালার উপর উঠলে অসতর্কতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাকে প্রথমে স্বাস্থ্য কমপ্লেঙে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকারমসহ প্রমুখ ব্যক্তি ও কমিটি শোক প্রকাশ করেছে।












