বোয়ালখালীতে জমির বিরোধে প্রতিবেশীকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছেন পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি পেয়ার মোহাম্মদ। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকুবদন্ডী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার এসআই মো. আলমগীর।
স্থানীয়রা জানান, পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি পেয়ার মোহাম্মদ জায়গা জমির বিরোধের জের ধরে প্রতিবেশী একরাম হোসেনকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়েন। দিন দুপুরে গুলির শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগ নেতার মুঠোফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভুক্তভোগী একরাম হোসেন বলেন, তাদের জায়গা জোরপূর্বক দখল করে তাতে ঘেরাও দিচ্ছিলেন পেয়ার মোহাম্মদ। তাতে বাধা দিলে দেশীয় অস্ত্র বের করে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েন। তবে লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।
এ ব্যাপারে বোয়ালখালী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।