দীর্ঘ ২৭ বছর অপেক্ষার পর শুরু হতে যাচ্ছে বোয়ালখালী পৌরসভাধীন ৯নং ওয়ার্ডস্থ নুরুল ইসলাম চেয়ারম্যান সড়কের সংস্কার কাজ। গত বৃহস্পতিবার এক কোটি তিন লাখ টাকা ব্যয়ে সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শাহনাজ পারভিন নিলু, উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, পৌরসভা আ.লীগ নেতা বেলাল মোহাম্মদ সাইফুদ্দিন, নুরুল আলম, ফরিদুল আলম, নজরুল ইসলাম সোহেল, মঈন উদ্দিন বাদল, মো. আরমান, ঠিকাদার রেজাউল করিম পেয়ারু। মোনাজাত করেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম। এ সময় মেয়র জহুরুল ইসলাম বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে এই এলাকার মানুষদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়েছে। সংস্কার কাজ শেষ হলে মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। জনসাধারণের চলাচলের সুবিধার্থে বোয়ালখালী পৌরসভার সকল সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।