বোয়ালখালীতে এম এ হাসেম ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম নুরুল আলম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ফেন্ডস ক্লাবকে হারিয়ে শেখ রাসেল চ্যাম্পিয়ন হয়। খেলায় ২৬টি দল অংশগ্রহণ করে। গত শনিবার রাতে এম.এ হাশেম ফাউন্ডেশন কার্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ জাহেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের তত্ত্বাবধানে ও নির্বাহী পরিচালক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার ওসি আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, ফাউন্ডেশনের উপদেষ্টা রেজাউল করিম বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সংবর্ধিত অতিথি আলম ববি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইদুর রহমান খোকা, কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী আবু, পারভেজ, শাহনাজ পারভীন নিলু, রাশেদুল আলম সুমন, মোরশেদুল আলম প্রমুখ।