বোয়ালখালীতে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

আজাদী অনলাইন | শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:৩৪ অপরাহ্ণ

বোয়ালখালীর শাকপুরা এলাকায় নবম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে বাঁশখালী উপজেলার শাকপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- মো. কামাল উদ্দিন (২৬), সানিউল্লাহ আলী রিমন (২০) ও সাগর (১৯)।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে একটি রিকশা করে এক ছেলেবন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ছাত্রীটি। সন্ধ্যার পরে গ্রেপ্তার আসামিরা মেয়েটিকে সিএনজিতে তুলে নিয়ে নির্জন একটি স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ছেড়ে দেয়।

পরে ভুক্তভোগী মেয়েটির মা বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে কাভার্ড ভ্যানসহ কাঠ জব্দ: আটক ৬
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার সরকার ইসলামের জন্য যা করেছে অতীতে কেউ তা করেনি : তথ্যমন্ত্রী