বোয়ালখালীতে দুই ফার্মেসি মালিককে জরিমানা, পল্লী চিকিৎসকের মুচলেকা

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১১:২২ পূর্বাহ্ণ

বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকায় ফার্মেসি দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নিবন্ধন ব্যতীত চিকিৎসাসেবা প্রদান করায় স্বপন চৌধুরী নামে এক পল্লী চিকিৎসককে পরবর্তীতে চিকিৎসাসেবা প্রদান থেকে বিরত থাকবেন মর্মে মুচলেকা নিয়ে তাকে সতর্ক করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় জিএস স্টোরের স্বত্বাধিকারী রাজীব চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এ ৫ হাজার টাকা এবং মাস্টার মেডিকোর স্বত্বাধিকারী রয়েল চৌধুরীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া নিবন্ধন ব্যতীত চিকিৎসা সেবা প্রদান করায় পল্লী চিকিৎসক স্বপন চৌধুরীর কাছ থেকে পরবর্তীতে চিকিৎসা সেবা প্রদান থেকে বিরত থাকবেন মর্মে মুচলেকা গ্রহণ করে সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া বাহুলী শাখা গাউসিয়া কমিটির ওরশ
পরবর্তী নিবন্ধ৪ কোম্পানির পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালন