বোয়ালখালীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উৎপল চৌধুরী (৫০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার কানুনগোপাড়া ডিসি সড়কের বাদুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় জাহানারা বেগম (৬০) নামে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত উৎপল দক্ষিণ ধোরলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি পূর্বগোমদণ্ডী অবর্ণ চৌধুরী উকিলের বাড়ির মৃত বাবুল চৌধুরীর ছেলে। তাঁর এক ছেলে এক মেয়ে রয়েছে। ছেলে বুয়েটে অধ্যায়নরত ও মেয়ে শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন।
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা জানান, উৎপল চৌধুরী নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে ও নাতিকে দেখতে যাওয়ার উদ্দেশ্য দুপুরে স্কুল থেকে বের হয়েছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা অধিকারী জানান, উৎপল চৌধুরীকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়। আহত জাহানারা বেগমকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বোয়ালখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।