বোয়ালখালীতে গ্রিল কেটে মসজিদে চুরি

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে মসজিদের গ্রিল কেটে চোর নিয়ে গেল মাইক ও আইপিএসের সরঞ্জামসহ প্রায় অর্ধ-লক্ষাধিক টাকার মালামাল। গতকাল বুধবার ভোররাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বহদ্দার পাড়া জামে মসজিদে চুরির এ ঘটনা ঘটে।
মসজিদের মোয়াজ্জিন মাওলানা রফিকুল ইসলাম জানান, আগের দিন এশার নামাজ শেষে সব বন্ধ করে ঘুমোতে চলে যাই। পরদিন ফজরের আজান দিতে গিয়ে দেখি মসজিদের মূল ভবনের গ্রিল কাটা। চেক করে দেখি মাইকের মাইক্রোফোন, এমপ্লিফায়ার মেশিন, ব্যাটারি, আইপিএস, সৌর বিদ্যুতের সরঞ্জাম এবং অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল। পরে বিষয়টি মসজিদ কমিটিকে অবগত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. গোলাম হোসেন চুরির সত্যতা নিশ্চিত করে দৈনিক আজাদীকে বলেন, আনুমানিক প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, এখনো এ বিষয়ে কেউ কিছু জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে দাপ্তরিক কাজ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ওঁমকার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার