বোয়ালখালীতে গোয়াল ঘরের তালা ভেঙে ৩টি গরু চুরি হয়েছে। গত বুধবার শেষ রাতের দিকে উপজেলার করলডেঙ্গার আহলা গাজী পাড়া খলিল মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। চোরাইকৃত ৩ গরুর আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ হতে থানায় অভিযোগ দায়ের হয়েছে। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী নাছেরের স্ত্রী রিজিয়া বেগমের দাবি– প্রতিদিনকার মত গত বুধবার সন্ধ্যায় গরু ৩টি গোয়াল ঘরে বেঁধে দরজায় তালা দিয়ে রাখেন তারা। পরদিন বৃহসপতিবার ভোরে ঘুম থেকে উঠে গোয়াল ঘর খুলতে গিয়ে দেখে গোয়াল ঘরের তালা ভাঙা। ভেতরে একটি গরুও নেই। তখন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা বুঝতে পারেন রাতের কোন এক সময়ে সংঘবদ্ধ চোরের দল গরুগুলো চুরি করে নিয়ে গেছে।
এ নিয়ে আনিসুল ইসলাম বাদী হয়ে গতকাল বৃহসপতিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ওসি আবদুল করিম বলেন, এ ব্যাপারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।