বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে হযরত গাউসে পাক (রহ🙂 ও জামে আউলিয়া কেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন ও সালাতু সালাম মাহফিল গতকাল শুক্রবার সংগঠনটির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির বোয়ালখালী উপজেলার সভাপতি জানে আলম বাচ্চু। বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় নেতা আল্লাম এমদাদুল হক সায়ীফ, আল্লামা শেখ নইমুদ্দীন, আল্লামা ইলিয়াস শাহ, সাবিনা সাদাত সাফা, কামরুল আলম নকীব সহ বোয়ালখালী উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা আল্লামা ইমাম হায়াতের দিশা তুলে ধরে উল্লেখ করেন সর্ব বাতিলের আঁধার থেকে মুক্তির দিশারী ও সংগ্রামের ধারক মহান আওলিয়া কেরাম, সত্যের সংযোগ ও সত্যে অটলতা এবং ঈমানী বিশ্বস্ততার অগ্নিশিখা আওলিয়া কেরাম, মহান রেসালাতে ইলাহীর বন্ধন ও নূরে ইলাহীর নূরের প্রবাহধারা আওলিয়া কেরাম, দয়াময় আল্লাহতাআলার উদ্দেশ্যে প্রাণাধিক প্রিয়নবীর প্রেমে প্রাণপণ উৎসর্গতার প্রদীপ আওলিয়া কেরাম। প্রেস বিজ্ঞপ্তি।