বোয়ালখালীতে ইসলামী পাঠাগারে আগুন

বোয়াড়খালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ইসলামী পাঠাগার ও ফোরকানিয়া মাদ্রাসায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ভোর ৪টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর ১ নম্বর ওয়ার্ড গোরস্থানের টেক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. কাশেম বলেন, ফজরের নামাজ পড়তে মসজিদে আসলে হঠাৎ পাঠাগারের দিকে আগুন দেখতে পাই। তারপর স্থানীয়দের খবর দিলে অনেকে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ইসলামী পাঠাগারের পরিচালক সেলিম উদ্দিন দাবি করে বলেন, এটি পরিকল্পিত অগ্নিসংযোগ। আগুনে পাঠাগারের টেবিল, চেয়ারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইসলামি বই পুড়ে গেছে। মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. রাকিব বলেন, স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে ফিরে এসে আগুনের খবর পাই। আপাতত মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি জানালা খোলা থাকার সুযোগে কেউ অগ্নিসংযোগ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅধ্যাপক তসলিমা খান রোজীর ইন্তেকাল