বোয়ালখালীতে আ. লীগ কার্যালয়ে শিক্ষকদের কর্মসূচি!

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আন্দোলনে নেমেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এর ধারাবাহিকতায় গতকাল বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। বলা হয়, স্কুলে তালা দিয়ে সমাবেশে যোগ দেওয়ার জন্য সবাইকে আসতে হবে উপজেলা সদরে। সমাবেশে যোগ দিতে উপজেলা সদরে এসে শিক্ষকরা দেখতে পান, সমাবেশ হচ্ছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে। এ সময় কয়েকজন শিক্ষককে এ নিয়ে কথা বলতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, দেশের একটি বৃহৎ দলের কার্যালয়ে শিক্ষকদের এ ধরনের কর্মসূচির আয়োজন করা ঠিক হয়নি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী আজাদীকে বলেন, অনেকেই আমাকে ফোন বিষয়টি জানিয়েছেন। কয়েকজন শিক্ষক এমনি বসবেন বলে জানালে তাদের বসার জন্য মৌখিকভাবে বলেছি। কিন্তু সরকার দলীয় কার্যালয়ে মাইক লাগিয়ে বিক্ষোভ সমাবেশ করা ঠিক হয়নি। এ বক্তব্যের সাথে ভিন্নমত পোষণ করে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী বলেন, এটা শিক্ষক সমিতির নিজস্ব সম্পত্তি। তাদের সাথে আমাদের ব্যবহারের একটা লিখিত চুক্তি আছে। সেইমতো আমরা এখানে সংক্ষিপ্ত সভা করেছি।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক মো. মাহাম্মদুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস চৌধুরী, প্রধান শিক্ষক কামরুল হাসান, অলক সেন, লিটন চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ৫ লাখ চারা বিতরণ কর্মসূচি আজ
পরবর্তী নিবন্ধবিজয়ী হলে সুখে-দুখে মানুষের পাশে থাকবো