বোয়ালখালীতে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড গুলিসহ দুর্র্ধর্ষ ডাকাত শহীদুল ইসলাম খোকনকে (৩৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার সারোয়াতলী কালাইয়ার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্ততার করা হয়। গ্রেপ্তারকৃত খোকন উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের গাজীর পাড়ার সোনামিয়ার বাড়ির নুরুল আলম মিস্ত্রীর ছেলে। পুলিশ জানায়- ডাকাত খোকন অস্ত্রসহ এলাকায় অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুল করিম বলেন, ডাকাত খোকন দীর্ঘদিন থেকে পলাতক ছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। খোকনের কাছে অবৈধ অস্ত্র পাওয়ায় তার বিরুদ্ধে বোয়ালখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটির ফ্রি ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধ৩৮নং ওয়ার্ড আ. লীগ সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল