বোয়ালখালী পৌরসভার নব নির্বাচিত প্যানেল মেয়র মো. তারেকুল ইসলাম তারেক বলেছেন-যুগে যুগে সকল অন্যায় ও অবিচার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সাংবাদিকরা। তাদের ক্ষুরধার লেখনি সমাজকে পরিশুদ্ধ করতে পারে। বুধবার বোয়ালখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবর্ধনা সভায় উপরোক্ত বক্তব্য রাখেন তিনি। ক্লাবের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক লোকমান চৌধুরী, মনজুর আলম মাস্টার, এডভোকেট সেলিম চৌধুরী, অধীর বড়ুয়া।সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন রেজাউল করিম মুন্সি, সাংবাদিক এমরান চৌধুরী, ইয়াছিন চৌধুরী মিন্টু, প্রভাস চক্রবর্ত্তী, এস এম নাঈম উদ্দীন, শাহ আলম বাবলু, খোরশেদ আলম প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, আমার প্রথম এবং প্রধান কাজ হবে বোয়ালখালীকে একটি সুন্দর উপ শহর হিসেবে গড়ে তোলা। এসময় তিনি ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন, শিল্পাঞ্চলে আধুনিকায়নসহ নির্বাচনী নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।