বোশেখ

আনোয়ারুল হক নুরী | বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

বোশেখ তুমি মনমাতানো নতুন দিনের গান,

ঝলমলানো খুশির মেলায় বাঁশের বাঁশির তান।

জরির মত জ্বলজ্বলে এক রোদের জামা গায়ে,

আম কাঠালের ঝুড়ি মাথায় স্বপ্নভরা গাঁয়ে।

এলে বোশেখ সবার মনে ডাকে খুশির বান,

রোদে পুড়ে ধানশালিকের মাঠ হয় খান খান।

সূর্য উপুড় খা খাঁ দুপুর শূন্য পুকুর খাল,

জলচোরা রোদ পাঠিয়ে তুমি কর একি হাল।

ঘর বাড়ি সব উল্টিয়ে দাও তোমার অনেক রূপ,

দস্যি হাওয়া পাঠিয়ে দিয়ে বোশেখ তুমি চুপ।

তোমার বুকে নতুন ফসল বন্যা খরা বৃষ্টি,

তোমার বুকে ঝড়ঝাপ্টা তোমার বুকে সৃষ্টি।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছর
পরবর্তী নিবন্ধবৈশাখ মানে