বোর্ড অব ট্রাস্টির অনলাইন বৈঠকে একধাপ এগিয়ে থাকার আশাবাদ সদস্যদের

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:৩৫ অপরাহ্ণ

করোনার অভিঘাতে দেশের শিক্ষা খাতে যে ক্ষতি হয়েছে, তা কখন-ই পূরণ হওয়ার নয়। শত প্রতিকূলতা আর প্রতিবন্ধকতার মাঝেও শিক্ষার্থীদের পড়ালেখায় সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টির সব সদস্য।
গত ২৭ মে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টির অনলাইন বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল রাখতে নানামুখী পরামর্শ দেন ট্রাস্টির সদস্যরা। এই সময় ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট অনুমোদনসহ শিক্ষার উন্নয়নে নানান পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ। তিনি বলেন, শিক্ষার্থীদের পঠন-পাঠনে স্থবিরতা কাটিয়ে তাদেরকে বইমুখী করা জরুরি। অনলাইন প্রযুক্তি শিক্ষাখাতে নতুন মাত্রা যোগ করেছে।
সিআইইউর উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টির এক্স অফিসিও মেম্বার ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, করোনাকালীন একজন শিক্ষার্থীর যাতে পড়ালেখায় বিঘ্ন না ঘটে সেদিকে বিশেষভাবে নজর রয়েছে আমাদের। জাতির ভবিষ্যৎ মেধাবী এসব শিক্ষার্থীর স্বপ্ন বাঁচিয়ে রাখতে শিক্ষার মানোন্নয়নে যুগোপযুগী পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য সৈয়দ মাহমুদুল হক, প্রকৌশলী আলী আহমেদ, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, এ কাইয়ূম খান, মির্জা সালমান ইস্পাহানি, সাফিয়া গাজী রহমান, দিলরুবা আহমেদ, আমিনুর রেজা খান, আমিনুজ্জামান ভূঁইয়া, আমিন হেলালী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বোর্ড অব ট্রাস্টির সচিব আনজুমান বানু লিমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছন্দ কবিতার শরীরে গতি আনলেও শব্দই তাকে করে তোলে মোহময়
পরবর্তী নিবন্ধবিভাগীয় কমিশনারকে ওমরগণি এমইএস কলেজের বিদায় সংবর্ধনা