নারীদের দাবা প্রতিযোগিতায় অংশ নিলেন এক পর্দানশীল। হিজাব তার মুখ আড়াল করে রাখা। চশমার কারণে চোখও দেখা যাচ্ছিল না তার। আর টুর্নামেন্টে অংশ নিয়েই দুর্দান্ত খেলে যাচ্ছিলেন তিনি। একে একে খেলায় জিতে চতুর্থ রাউন্ডে ওঠেন। সবাই ভাবছিলেন, দাবা খেলায় দারুণ দখল এই ধর্মপ্রাণ নারীর। কে এই রহস্যময়ী! আর সেই কৌতূহল মেটাতে গিয়েই ধরা পড়লেন ওই দাবাডু। তিনি নারী নন, বোরকা–হিজাব পরে নারীদের প্রতিযোগিতায় খেলতে এসেছেন এক পুরুষ! বিচিত্র এ ঘটনা ঘটেছে গত সপ্তাহে আফ্রিকার দেশ কেনিয়ায়। দেশটির রাজধানী নাইরোবিতে আয়োজন করা হয়েছিল বার্ষিক কেনিয়া ওপেন। প্রতিযোগিতা ছিল কেবল নারীদের জন্য উন্মুক্ত। ২২টি দেশের চারশোর বেশি নারী দাবাড়ু অংশ নেয় তাতে। আর সেখানেই বোরকা পরে চোখে চশমা লাগিয়ে নারী ছদ্মবেশে খেলতে আসেন স্ট্যানলি ওমন্ডি নামের এক কেনিয়ান। খবর বাংলানিউজের।
কেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ২৫ বছরের ওই যুবক। পরিচয় গোপন করে মিলিসেন্ট আওর নামে ওই প্রতিযোগিতায় অংশ নেন তিনি। স্ট্যানলির ধরা পড়ে যাওয়ার একমাত্র কারণ দাবা খেলায় তার পাণ্ডিত্য। তার একের পর এক জয় দেখে আয়োজক ও খেলোয়াড়দের সন্দেহ হয়। শুরু হয় তাকে নিয়ে গুঞ্জন। একপর্যায়ে স্ট্যানলিকে আলাদা একটি কক্ষে ডেকে নেন আয়োজকেরা।