বোয়ালখালীতে সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যুগ্ম সচিব নাসরিন

বোয়ালখালী প্রতিনিধি  | শনিবার , ২৩ মার্চ, ২০২৪ at ৫:৩৭ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষে গ্রামীণ অবকাঠামো প্রকল্পের আওতায় শাকপুরা দশভুজা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে চিন্ময় ঘোষের বাড়ি পর্যন্ত সড়কের কাজ পরিদর্শন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান (যুগ্ম সচিব) শারমিনা নাসরিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নাজমুন আবেদীন, উপপ্রকল্প পরিচালক মো. আওলাত হোসেন, সহকারী প্রকৌশলী আমান উল্ল্যাহ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ প্রমুখ।

শাকপুরা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, কার্য সহকারী আবদুল্ল্যাহ আল মামুনসহ কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস প্রদানের দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধচবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ইফতার মাহফিল