বোয়ালখালীতে শাহ মুন্দার আউলিয়া শর্ট বাউন্ডারি ফুটবল টুর্নামেন্ট শুরু

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১১:১১ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে শাহ মুন্দার আউলিয়া শর্ট বাউন্ডারি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গত শুক্রবার রাতে পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, সদস্য সচিব ইউসুফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এ এম কামাল উদ্দিন, এম রফিকুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম রাসেল, এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোর্শেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহার দিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলা টাইগার্স
পরবর্তী নিবন্ধপয়েন্ট পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ নিগারদের কাছে