বোয়ালখালীতে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে লিজা আকতার (১৯) নামের এক গৃহবধূ হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ স্থানীয় নারী পুরুষ অংশ নেন।

বক্তারা বলেন, গত ৩ অক্টোবর লিজা আকতারকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে লিজার শাশুড়িসহ শ্বশুরবাড়ির লোকজন। হত্যা করে প্রথমে নদীতে ফেলে দিতে চেয়েছিল। সেটি করতে না পেরে ঘরে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে পরিবারকে খবর দেয়া হয়। এটি কোনো আত্মহত্যা নয় বরং পরিকল্পিত একটি হত্যা। আমরা এ হত্যার বিচার চাই। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দীন হায়দার চৌধুরী, মো. মামুন, মো. এমরান, মো. মাসুদ আলম, মো. নেজাম, জান্নাতুল ফেরদৌস, রুবি আকতার, ফারজানা, শাহানা, বেবি আকতার, পপি আকতার, আবুল ফয়েজ মামুন, একরাম হোসেন, আবদুস শুক্কুর, বেলাল প্রমুখ। মানববন্ধন শেষে মিছিল সহকারে তারা বোয়ালখালী থানার সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, উপজেলার শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা এলাকার বহর তালুকদারের বাড়িতে ৩ অক্টোবর লিজা আকতার নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে দুর্যোগ প্রশমন দিবস পালিত
পরবর্তী নিবন্ধ৬৬ প্রান্তিক মৎস্যচাষি পেলেন ৬৮১ কেজি কার্প মিশ্র পোনা