বোয়ালখালীতে খাল দখল করে স্থপনা নির্মাণ, জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ৬:৩২ অপরাহ্ণ

বোয়ালখালীতে খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় আদালত পরিচালনা করে মোহাম্মদ ইউনুচ (৭৮) নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহষ্পতিবার (৬ মার্চ) উপজেলার কধুরখীল শরীফ পাড়া চৌধুরী হাট সংলগ্ন সৈয়দ খালের সংযোগ খাল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় এ জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ। এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে অবৈধভাবে খাল দখল করে স্থাপনা নির্মাণ করছে। সরেজমিনে গিয়ে তার সত্যতা পাওয়া গেলে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ভারতীয় সিগারেট জব্দ, বিএনপির নেতাকর্মীসহ আটক ৪
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সমন্বয়ক পরিচয়ে নানা অপকর্ম