বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই

| সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের চরখিদিজপুর বড়ুয়া পাড়া এলাকায় শর্ট সার্কিটের আগুনে ৪টি বসতঘর পুড়ে গেছে। আজ সোমবার সন্ধ্যা ৭ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, আগুনে কল্যাণী বড়ুয়ার ঘরসহ ৪টি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার স্টেশনের ১টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনেন এমনটাই জানিয়েছেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.সাইদুর রহমান।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৪ টি বসতঘর পুড়ে যায়। প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসহাব উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৪টি বসতঘর পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া-আনোয়ারা থেকে গাড়ি চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় পানিতে ডুবে এক দিনে ২ শিশুর মৃত্যু