বোয়ালখালী খালের উপর একটি ব্রিজ চাই

| রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বোয়ালখালী চরখিজিরপুর গ্রাম ও পটিয়া উপজলোর কোলাগাঁও গ্রাম সংলগ্ন একটি ব্রিজের অভাবে দুই উপজলোর শত শত জনসাধারণ প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছে। ১৯৯১ সালে ২৯ এপ্রিল প্রলংকারী ঘূর্ণিঝড়ে কালিধরের পুলটি ভেঙে যায়। পুলটি ভেঙে যাওয়ার কারণে বোয়ালখালী ও পটিয়া উপজলোর কোমলমতি ছাত্রছাত্রীরা জীবনরে ঝুঁকি নিয়ে নৌকা সাম্পানে খাল পারাপার করছে। কোন ডিলেভারী রোগী ও অন্যান্য রোগী নিয়ে পড়তে হয় মহা সমস্যায়, ছাত্রছাত্রী ও জনসাধারণ প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছে। খাল পারাপার করা জনসাধারণের জন্য খুবই ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে। একটি ব্রিজের অভাবে প্রতিনিয়ত নানান সমস্যায় জর্জরিত এলাকার জনসাধারণের জীবনযাত্রা, হাটবাজার স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতের বিড়ম্বনা হচ্ছে। বোয়ালখালী খালের উপর ব্রিজ নির্মাণ করা হলে এক নতুন দিগন্ত উন্মোচন ঘটবে। জনসাধারণ পাবে যোগাযোগের সুফল। ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি। ২৮ বছর পরেও ভেঙে যাওয়া কালিধরের পুলটি পুনরায় নির্মাণের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কালিধরের পুলটি পুনরায় নির্মাণ করার জন্য জনসাধারণের দীর্ঘদিনের দাবি। জনসাধারণের এরকম চরম দুর্ভোগের কথা চিন্তা করে বোয়ালখালী খালের উপর একটি ব্রিজ নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এলাকার জনসাধারণ জোর দাবি জানাচ্ছি।

এস এম জাফর আহমদ

চরখিজিরপুর, টেক্সঘর

বোয়ালখালী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরমজান আলী মামুন : নিবেদিতপ্রাণ শিশুসাহিত্যিক
পরবর্তী নিবন্ধবিনয় ও সহানুভূতি