বোয়ালখালী ও হাটহাজারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আজাদী ডেস্ক | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১১:০৯ পূর্বাহ্ণ

বোয়ালখালী ও হাটহাজারী উপজেলায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

বোয়ালখালী প্রতিনিধি জানায়, বোয়ালখালীতে পুকুরে ডুবে জিহান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব ধোরলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জিহান উপজেলার পূর্ব ধোরলা গ্রামের কামাল ড্রাইভার বাড়ির হেলাল উদ্দিন বাবলুর ছেলে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে জিহান বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে

মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া বলেন, দুপুর ১টার দিকে জিহান নামের এক শিশুকে পরীক্ষানিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনরা জানিয়েছেন, শিশুটি পুকুরের পানিতে ডুবে গিয়েছিল। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

হাটহাজারী প্রতিনিধি জানায়, হাটহাজারীতে পুকুরে ডুবে মিসকা মান্নান নিসা () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিসা ওই এলাকার মৃত আবদুল মন্নানের শিশু কন্যা। সে চন্দ্রপুর তালীমুল কুরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলো।

জানা যায়, ঘটনার দিন দুপুরের দিকে ঘরের পাশে খেলতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় নিসা। পরিবারের লোকজন শিশুটিকে আশেপাশে না দেখে চারিদিকে খোঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে নিসাকে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ৪০ দিন পূর্বে নিহত নিসার বাবা আবদুল মন্নানের অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধকাদেরসহ ১০ জনের নামে রেড নোটিস জারি করতে প্রধান কৌঁসুলির চিঠি
পরবর্তী নিবন্ধরাউজানে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ৭