যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার জন্য বেছে নেওয়া একাধিক সদস্য ও মনোনীত কর্মকর্তা বোমা হামলার হুমকির মুখে পড়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই। ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীতদের বেশ কয়েকজনকে মঙ্গলবার রাত এবং বুধবার সকালে হুমকি দেওয়া হয়। খবর বিডিনিউজের।
তাদের ওপর বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও সোয়াটিং অর্থাৎ, ভুয়া ফোনকল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয়েছে। এফবিআই জানিয়েছে, বোমা হামলা এবং সোয়াটিংয়ের এমন অসংখ্য হুমকির বিষয়ে তারা অবগত। হুমকিগুলোকে তারা অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে এবং পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। বিবিসি জানায়, নিউ ইয়র্ক রাজ্যের রিপাবলিকান এলিস স্টেফানিক, যাকে ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত করেছেন, তিনি বোমা হামলার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন। স্টেফানিক বলেন, তিনি, তার স্বামী এবং তিন বছরের ছেলে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কের সারাটোগা কাউন্টিতে যাওয়ার সময় হুমকির বিষয়ে তারা জানতে পারেন।