সীতাকুণ্ডে পানিতে ডুবে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাজলিপাড়া এলাকার নুরুল আলম বাড়ির পুকুরে পড়ে এই দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।
গ্রামবাসীর ধারণা, এক বোন পুকুরের পানিতে পড়ে যাওয়ার পর আরেক বোন তাকে উদ্ধার করার জন্য পানিতে নামলে সেও ডুবে যায়।
নিহত জমজ শিশুরা হলো- চার বছর বয়সী সিনথিয়া ও স্নেহা। তারা সোনাইছড়ি ইউনিয়নের মোহাম্মদ এরশাদের কন্যা। জমজ দুই বোনের মৃত্যুতে পুরো কাজলি পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য অহিদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার বিকেলের দিকে নুরুল আলম বাড়ির এরশাদের দুই জমজ কন্যা পুকুরের পাশে খেলতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে পুকুরে পড়ে যায়।
এরপর জমজ কন্যাদের মা ও পরিবারের লোকজন আশ-পাশে বাচ্চাদের দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করে।
এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে দুই জমজ কন্যা শিশুর লাশ ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় হাসপাতলের ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
এই দুই জমজ শিশু ছাড়া এরশাদের ঘরে আর কোন সন্তান নেই। একসাথে দুই জন শিশুর মৃত্যুতে এরশাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার রাতেই সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে নিহত দুইজন জমজ শিশুর জানাজা পরবর্তী পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।