বোধন আবৃত্তি পরিষদের শিশুবিভাগের অনলাইনে আয়োজিত হয়েছে নিয়মিত অনুষ্ঠান ‘সকাল বেলার পাখি’। বোধনের ফেইসবুক পেইজ থেকে সকাল বেলার পাখি অনুষ্ঠানের ৬ষ্ঠ পর্ব গত ২৪ সেপ্টেম্বর রাত ৮টায় সরাসরি সমপ্রচারিত হয়েছে।আবৃত্তির প্রসারে দীর্ঘদিন ধরে বোধন শিশুদের আবৃত্তি নিয়ে কাজ করছে।করোনাকালীন সময়ে অব্যাহত ছিল অনলাইনে আবৃত্তি চর্চা। আবৃত্তিশিল্পী ইতু সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন বোধনের আবৃত্তিশিল্পী আরিকা আমান, আরিসা আফসান, সৌম্য সরকার, অদ্রিতা বড়ুয়া, অঙ্কিতা চৌধুরী, সৃজিতা রায় ও মুমতাহিনা তাবাসসুম। আবৃত্তি পরিবেশন করে জুনায়েদ লাবিব আল ওয়াসি এবং মিশফিয়া আলভি। আবৃত্তি পরিবেশন করে মুমতাহিনা তাবাসসুম মালিহা, অদ্রিতা বড়ুয়া, অঙ্কিতা চৌধুরী, আরিসা আফসান, আরিকা আমান, সৌম্য সরকার সৃজিতা রায়, মিশফিয়া আলভি, জুনায়েদ লাবিব আল ওয়াসী, সন্দীপন সেন একা। প্রেস বিজ্ঞপ্তি।