বোধনের শিশুশিক্ষার্থীদের ইচ্ছামতী

| শনিবার , ২৪ মে, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

বোধনের স্কুল কেন্দ্রিক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান ইচ্ছামতী অনুষ্ঠান গতকাল শুক্রবার নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, বোধনের সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, আবৃত্তিশিল্পী সাজেদুল আনোয়ার ও আবৃত্তিশিল্পী সংগীতা কর চৌধুরী।

এবারের ইচ্ছামতী অনুষ্ঠানের মূল্যায়ন পর্বে বিচারক ছিলেন সংগীতা কর চৌধুরী, লিমা চৌধুরী, লিংকন বিশ্বাস, সুচয়ন সেনগুপ্ত ও শর্মিলা বড়ুয়া। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আবৃত্তি পরিবেশনায় ছিলো অনির্বাণ ৬১, বর্ণিল ৬২, তপস্বী ৬৩ এবং পংক্তি শিশুবিভাগের শিক্ষার্থীরা। পঙক্তি বিভাগ থেকে ঐন্দ্রিলা মুহুরী, রাজন্যা সিংহ, কীর্তিমান চৌধুরী, অনিন্দ্য চৌধুরী, দেবাজ্যোতি দে, বিশ্বরুপ দাশ, সৌমিত্র দাশ, প্রত্যুষ বিশ্বাস, উম্মে তাবাস্মিতা ইনায়া,ঋত্বিকা খাস্তগীর, অস্মিতা সেন, প্রজ্ঞা বড়ুয়া, উদ্দীপ্তা বিশ্বাস, মোহাম্মদ বিন আব্দুল কায়ান চাঁদ, নাভানুল ইসলাম, পূর্ণতা বড়ুয়া, মোহর বিশ্বাস, অপ্সরা বিপ্লব জুহি, অনুদীপ নাথ, ঈশান মজুমদার, আবির রায়, রাজর্ষি চৌধুরী আবৃত্তি পরিবেশন করেন। অনির্বাণ ৬১ আবর্তন থেকে প্রশিক্ষণার্থী প্রত্যুষ বড়ুয়া, দুর্জয় বড়ুয়া, সুমিত্র বড়ুয়া প্রত্যয়, তুষিতা বড়ুয়া, অদিত্রী চৌধুরী, নির্ঝর বড়ুয়া সোপাক, অনাময় শ্রীনন চৌধুরী, অনিরুদ্ধ কর্মকার, সুহৃদ বর্ধন, দিয়াড়া আইচ, তাসনুভা ইসলাম ওহী প্রমুখ আবৃত্তি পরিবেশন করেন। তপস্বী ৬৩ আবর্তনের ছড়া বিভাগ থেকে আবৃত্তি পরিবেশন করেন প্রশিক্ষণার্থী শুভদ্রিকা বড়ুয়া, অদ্বিতীয়া চক্রবর্তী, গার্গী দেব, আরিত্রী দে ইরা, শ্রীজা বিশ্বাস, আয়াজ বিন মোস্তফা, মোহাম্মদ মাহির আজমাইন, জয়রাজ সরকার, অনিন্দিতা দেবনাথ, অবন্তী বড়ুয়া, প্রাচী বড়ুয়া, পৃথ্বিশ চৌধুরী, আদৃত অর্ণ, অঙ্কুশ দে, মোহাম্মদ ফারাজ আলী খান, কৃষ দে, অদ্বৈত দাশ শ্রেয়ান, অরিত্র চৌধুরী, শ্রীজা বিশ্বাস, সৌমিক বড়ুয়া, প্রিয়শ দেবনাথ, রুপান্বিতা বড়ুয়া, ঋষভ বড়ুয়া শ্রাবণ, নিভৃতি চৌধুরী, আর্যশ্রেষ্ঠ চক্রবর্তী, রাজবীর শর্মা, প্রথমেশ দাশ। এ আবর্তনের কবিতা বিভাগ থেকে সিজা শাকের, কৌশিকি ঘোষ, স্তুতি বিশ্বাস,

গুঞ্জন বড়ুয়া, শ্রেষ্ঠা বড়ুয়া, রাজন্যা দাশ গুপ্তা, দেবাদৃতা সিংহ অদিতি, ইশরাক জায়ান, অনিরুদ্ধ ধর, সুদীপ্ত দাশ, মিফতাহুল জান্নাত, অরিন্দম নন্দী, অনন্যা চৌধুরী, আরাধ্যা শ্রেষ্ঠা বড়ুয়া, পুষ্পিতা চৌধুরী, নিবিড় চৌধুরী, নবোঢ়া রক্ষিত, হিতৈষী চাকমা, মোহাম্মদ জাওয়াদ ইকবাল, ঈশান চৌধুরী, প্রিয়ম বণিক, বিরাজ বড়ুয়া, শিবম দাশ, ধর্মরাজ বড়ুয়ার আবৃত্তিতে মঞ্চে কবিতায় নিজের মতো অনুভব করেন। বর্ণিল ৬২ আবর্তনের ছড়া বিভাগ থেকে সৌপ্তিক বড়ুয়া সুদিন, আফিয়া আনজুম, শুভ্রনীল বড়ুয়া, শাওমিক আজমাইন, পূণ্যতোয়া চৌধুরী পুঞ্জ, অদিত্রী চৌধুরী, ত্রিপর্ণা বড়ুয়া, মোহাম্মদ সাফওয়ান চৌধুরী, স্বস্তিক বড়ুয়া পৃথিবী, মানহা নূর মাহমুদ। বর্ণিল ৬২ আবর্তনের কবিতা বিভাগ থেকে আকিবুল আলম চৌধুরী, আয়ুশ দাশগুপ্ত, অনিরুদ্ধ কর্মকার, প্রান্তিক আচার্য আবৃত্তি পরিবেশন করেন। এ আয়োজনের সঞ্চালনায় ছিলেন লগ্ন বড়ুয়া ও সুহিতা দে। ইচ্ছামতী এই অনুষ্ঠানের সমন্বয়ে ছিলেন আবৃত্তিশিল্পী ইভান পাল ও হাসিবুল ইসলাম শাকিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় অনলাইন জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধডিসির সাথে কারাগারের বেসরকারি পরিদর্শকদের মতবিনিময়