বোধনের রবীন্দ্র জন্মজয়ন্তী আজ

| সোমবার , ১২ মে, ২০২৫ at ১০:০৯ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আজ সোমবার সন্ধ্যা ৭টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে রবীন্দ্র জন্মজয়ন্তী১৪৩২ এর আয়োজন করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নটরাজ, অচলায়তন ও ফাল্‌গুনী থেকে নির্বাচিত আবৃত্তি, গান, নৃত্য দিয়ে এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে। রবি ঠাকুরের নাটক সম্পর্কে আলোচনা করবেন নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার। একক সংগীত পরিবেশন করবেন শিল্পী পূরবী বড়ুয়া। দলীয় সংগীত পরিবেশন করবে সাংস্কৃতিক সংগঠন বিশ্বতান। দলীয় নৃত্যে অংশ নেবে নৃত্যধ্বনি। বোধনের সদস্যরা একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্রসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাটহাজারীর ধলইতে ফ্রি চিকিৎসা ক্যাম্প