আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতকে স্মরণ করেছে বোধন। গত ১০ জানুয়ারি ‘প্রাণের মানুষ আছে প্রাণে’ শিরোনামে নগরীর ফুলকি মিলনায়তনে আয়োজন করা হয় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে এই আয়োজনে ছিল স্মৃতিচারণ, কবিতাপাঠ। শুরুতে ছিল-‘অন্তরমম বিকশিত কর অন্তরতর হে’ সমবেত সংগীত। এরপর ঋতু সাহার কণ্ঠে কবিগুরুর গানে ভাবগম্ভীর আবহ বিরাজ করে। কবিতাপাঠ ও স্মৃতিচারণে অংশ নেন বোধনের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম আবদুল আজিজ, অনুপম শীল, মৃন্ময় বিশ্বাস, সঞ্জয় পাল, বিপ্লব কুমার শীল, সাজেদুল আনোয়ার, শুভাগত বড়ুয়া, কাবেরী আইচ, সাজ্জাত হোসেন, জাহানারা বেগম, শ্রাবণী বণিক, ইভান পাল, ঈশা দে, পূর্ণা দাশ, অর্পিতা চৌধুরী, ষষ্ঠী দে দুর্গা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।/