বোধনের বিজয় মুহূর্ত উদযাপন

| বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:৪২ পূর্বাহ্ণ

‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূণ্য করো দহন-দানে’ শিল্পীদের সমবেত গান ও প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুল সন্মুখে বোধন আবৃত্তি পরিষদ এ আয়োজন করে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, অধ্যাপক শম্ভুনাথ দাশ, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, হাসান জাহাঙ্গীর, সুনীল ধর, মাহবুবুর রহমান চৌধুরী, কবি মহুয়া ভট্টাচার্য। কথামালায় অংশ নেন, সুবর্ণা চৌধুরী।
আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ছিলেন মানুজুর মুন্না, কিশোয়ার জাহান চৌধুরী, রাবেয়া জামান অ্যাঞ্জেলা, সুজয় দে, দীপান্বিতা চৌধুরী, প্রিয়ম কৃষ্ণ দে, সানজিদা রহমান, মিনু মিত্র, রমা দাশগুপ্তা, জসিম উদ্দিন, সাজ্জাদ চৌধুরী, লিংকন বিশ্বাস, সুচিত্রা বৈদ্য, সেঁউতি মজুমদার, দেবাশীষ বড়ুয়া, বাসু বড়ুয়া, শর্মিলা বড়ুয়া, প্রিয়াংকা দাশ, শ্রাবণী দাশ, কলি সরকার, সুষ্মি অধিকারী, রাজন্যা বিশ্বাস, শ্রেষ্ঠা বিশ্বাস, শিবাদ্রী ঘোষ, একান্ত পাল, সৃষ্টি ভৌমিক, যুবরাজ বিশ্বাস, ওয়াজিহা আহমেদ মাইশা, তানিশা চৌধুরী, সুপ্তি দাশ, প্রিিত বড়ুয়া, পূর্ণা দাশ, শুভাগত বড়ুয়া, সুচয়ন সেনগুপ্ত, এবিএম আলবেরুনী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সঞ্জয় পাল, ঈশা দে ও ইভান পাল।
এদিকে সন্ধ্যায় নগরীর চেরাগি চত্বরে পথ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে বোধন। বক্তব্য দেন, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, পিনাকী দাশ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নাট্যজন সাইফুল আলম বাবু, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, অঞ্চল চৌধুরী, অ্যাড. নারায়ণ প্রসাদ বিশ্বাস ও আবদুল হালিম দোভাষ।
একক আবৃত্তি পরিবেশন করেন নিশি চৌধুরী জুঁই, রীমা দাশ, সেতার রুদ্র ইশিতা, তাহেরা আফিফা, হোসনে আরা নাজু, উর্মি চৌধুরী, অর্পণ চক্রবর্তী, কেয়া চক্রবর্তী, শাহিন সুলতানা, শিমলা চক্রবর্তী, সাফা মারওয়া, শামীমা ইয়াসমিন, ঐশী পাল, রেনিয়া চৌধুরী, সুপ্রিয়া চৌধুরী। স্বরচিত কবিতা পাঠ করেন শুকলাল দাশ, ঋত্বিক নয়ন, সৈকত দে, রিমঝিম আহমেদ, মিনু মিত্র, মোস্তফা মোহাম্মদ ইমরান, শিপ্রা দাশ, মনিরুল মনির, মোহাম্মদ জুবায়ের। সন্দীপন সেন একার গ্রন্থনা ও নির্দেশনায় ‘সম্প্রীতির বাংলাদেশ’ ও মাইনুল আজম চৌধুরীর গ্রন্থণা ও নির্দেশনায় ‘পঞ্চাশ বছর ধরে’ পরিবেশিত হয়। নাট্যাংশ পাঠ করেন মাইনুদ্দিন কোহেল।
রীয়া দাশ চায়নার পরিচালনায় নৃত্য নিকেতন সমবেত নৃত্য পরিবেশন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংস্কৃতির সংগ্রাম জোরদারের আহ্‌বান উদীচীর
পরবর্তী নিবন্ধচুয়েট স্থাপত্য বিভাগ পরিদর্শনে আইএবি প্রতিনিধি দল